যুগ্ম উপহার
অরুণ কারফা


তোমার বনে দোয়েল কোয়েল শালিক চড়ুই কত কিছু না
জন্ম দিলেও নিত্য ছানা , আমার মাঠে কেন জানি না
তাদের হয়না আনাগোনা।


তাও, বেশ আছি এই ভেবে যে
খোলা মাঠে থেকে
শুকতারাকে ধরে ফেলা যায় খুব সহজে
খালি চোখে
সন্ধ্যে থেকে ভোর অবধি, না থাকায় আড়
এটাও কি কম বড় পাওনা।


আচ্ছা মাঠখানা যদি হত সাগর আর, বনটা হত বদ্বীপ তার
কোনো শঙ্খচিল তখন বোধহয় মেলে দিয়ে বিশাল ডানাদ্বয়
            আমার কাছ থেকে নিয়ে আহার  
            সম্মতি নিয়ে দ্বীপে তোমার
উঁচু বনষ্পতির চূড়ায় বসে করলে সদগতি তার,
তা হত আমাদের যুগ্ম ভাবে তাকে দেওয়া অভিনব উপহার,
তুমিও তো এর'ম ভাবো, তাই না!