হাসির হাতেখড়ি
অরুণ কারফা


সেটা ছিল এক মিষ্টি শীতের সকাল,,,
বৈঠকখানার বাইরে দাঁড়িয়ে
মনের দৃষ্টির সীমানা ছাড়িয়ে
হাসির ফোয়ারা দিচ্ছিল ছুঁড়ে, রোদ্দুর এক গাল।


সহ্য হল না...
সহ্য হল না...
এসব দেখে মেঘেদের আকাশে তাই,
খানিকক্ষণ পরে যেই বাইরে
তাকিয়েছি কিনা একটু ফিরে
দেখি রোদ আর
কোনো তল্লাটেই নাই।


এত কথা বলছি কারণ
এটাই আমার প্রিয়ার ধরণ,,,,
তার হাত ধরে আমি প্রাণ ভরে
হাসতে শিখেছি বলে,
ভাল করে জানে তার অবর্তমানে
হাসিটাই যাবে চলে।