চিরসাথী
অরুণ কারফা


আমি আবার পেতে চাই
সেই ছন্দ...
যে ভাবেই হোক ফিরে,,,,,
যখন সঙ্গে চলার আনন্দ
আর তার মৃদু সুগন্ধ,
নিঃশব্দে নীরবে নিভৃতে নিবিড়ে বইত সমীরে।


যখন, আবার বাড়লে দূরত্ব
চোখের জলে হলে আপ্লুত
বৃষ্টির ঢাল করতে আড়াল
মেঘের পাহাড় গড়ে বিশাল
অঝোর ধারায় ধুইয়ে দিত অচিরে।


আর এখন, পরের দুঃখে দুঃখ পেলে  
একাকীত্বের তমস এলে
হারানো সুখের মুহূর্ত গুলো  
উজ্জ্বল করে জ্বালতে আলো
তারই চিন্তা দাঁড়ায় এসে দ্বারে।