প্রেমের বালাই
অরুণ কারফা


রাতের অন্ধকারে মিশে মেঘ হয়ে ভেসে আকাশে
সে এসেছিল তাই....
শঙ্খচিলের মত উড়ে মেঘ মালার বুক চিড়ে
পারিনি চিত্তে রেখাপাত করতে,
সে কথা সবুরে কেমন করে জানাই।


হয়ত এসেও নিশির ডাকে
হাতড়ে হাতড়ে খুঁজে আমাকে
ব্যর্থ হয়ে দেখল যখন
আমার স্বপন উড়িয়েছে পবন,
যেটা হয়ত প্রতিনিয়ত আমাদের মত খেটে খাওয়া মানুষের সাথে হয় সাধারণতঃ ,
সৌন্দর্য ভরে বাতাসের অঙ্গে
উড়ে গিয়েছিল তার সঙ্গে
....... মধ্যবিত্তের প্রেম, বড্ড বালাই।