প্রিয়র স্বপ্ন
অরুণ কারফা
12.06.23


নাম, বাসস্থান আর খান-পান
যা দেখে লোকে দেয় সম্মান,
এ থেকেই ভেবেছিলাম বোধহয়
জেনে গেছি তার পুরো পরিচয়।


কিন্তু, জানতাম না ঠিক কী নিয়ে সে আপন মনে দেখে স্বপন,
আর, কে এসে বীজ গুলো করে বপন
ঢেলে দেয় তাতে মাটির ঘড়ার জল
যার জন্যে সে হয় উতল।


কেই বা এসে ফুল ফুটিয়ে দুল বানিয়ে পড়িয়ে দিলে কানে
তার সুবাসে ভোমর এসে ভরায় গুঞ্জরনে।


আর, পরের জন্য হয়ে উদ্বিগ্ন কী দেখে সে  তাতে
সমাজ সেবায় মাতে ,
এবং অন্যকেও দেয় বরাভয়
নির্ভয়ে এগিয়ে যেতে।