মনের মানুষ
অরুণ কারফা


নদীর মত ডিঙ্গিয়ে যাব পেরিয়ে গিয়ে সব বাধা
জানতে চাইব না অজ্ঞাত সাগরের বালুকাবেলার অখ্যাত ঠিকানা;
ভবঘুরের মত এগিয়ে যাব
অজানার পথে বনের গহনে
যেখানে সাজানো বাগানের মত কৃষ্ণ ভ্রমর
আসবেই কিনা কেউ জানে না।


শেষে হবে সেই যাত্রা যেদিন
আশা হয়ে গেলেও ক্ষীণ
দর্শন দেবে এমন একজন
ঠিক যার মন আমার মতন
      অতৃপ্ত বলে রাস্তা ভুলে
      হেঁটেই চলেছে ক্রমাগত
হয়ে গেলেও ক্ষত বিক্ষত,
              রক্ত রাঙ্গা পা দুখানা।