সংখ্যাধিক্যের আদিখ্যেতা
অরুণ কারফা


আশার কথা;
বিরোধের ঝড় তুললেও ধুলো
অন্ততঃ ক'জন বলেছিল:
        না থাকলেও গন্ধ ফুলে
         উঠলে তারা দূলে দুলে
সবুজে ভরা গাছের শাখায়,
         মুগ্ধ বালা চিত্ত খুলে
         সঙ্গ দেয় নৃত্য দোলায়;
পলাশের নাম এলো মাথায়,,, ,  কথায় কথায়।


আশার কথা,
         ক'জন অন্ততঃ বলেছিল
বিরোধের ঝড়ে উড়লেও ধুলো :
         মন বললেও পৃথিবী ঘিরে
         সূর্য ঘুরছে অষ্ট প্রহরে
আসলে এ এক চোখের ভুল
সূর্যের নেই নড়ন একচুল।
          গ্যালিলিওর নাম মাথায় এলো কথায় কথায় ।


         নাবিক হারিয়ে সিন্ধুতে
         আকাশ ভরা বিন্দুতে
পথ খুঁজলে ক্ষ্যাপার মত
একজন তা দেখায় অন্ততঃ
           ধ্রুব তারার কথা মাথায় এলো.  কথায় কথায় ।
          
           তাই মনে হয়,
           সংখ্যার আধিক্যই শেষ কথা নয়।