নক্ষত্র পতন
অরুণ কারফা


যখন আকাশ থেকে
                             তারা খসে পড়ে করে না কোলাহল,
ঝরে না পাখির আঁখি থেকে গালে
                         ছলছল করে জল।
                 কেন না, তারা রাখেনা পরলোকের খবর, যেমনটি করে  নারী আর নর,
ঠিক তাই,  
নীড়ের ভিতর সচরাচর
   হয়না তারা শোকে কাতর
দুঃখে বিহ্বল।


আবার, এর'ম শুনেও থাকি
রাত জাগা পাখি নাকি
দূর দেশে যায় উড়ে
                তারার দিশা মাথায় পুরে;
তাই, শেষ পর্যন্ত যায় না জানা
কী হয় তাদের গতিবিধির,
রাজনীতির কুটিল চালে যখন
            হয়ে তারা দাবার বোড়ে
ভোগ করে কুফল।