প্রেমের অর্থ
অরুণ কারফা


আমার সঙ্গে তার দূরত্ব
খুব বেশি নয়....
--------মাত্র আলোক বর্ষ,
আর বোধহয়  তাই মনে হয়
সে'ই আমার প্রথম প্রণয়
--------সব প্রেরণার উৎস।


তার আলো প্রথম পড়ল যেদিন প্রিয়ার মুখে......
সেদিন যেন বলল মন, আগে যদি ঘটত এমন
কাটত জীবন সুখে ।


আবার এও মনে হল
      এৎদিন কেন বাসিনি ভালো,
এৎদিন কেন বলিনি খুলে      এসব কথা ভুলে
কাটত জীবন      অন্য ভাবে
ঠাণ্ডা হাওয়ায় দুলে
মুখ ফস্কে,,,, দিলামই শেষে বলে।


সঙ্গে সঙ্গে কী যে হল
সব আলো নিভে গেল
এক টুকরো নীলাভ মেঘ
দেখিয়ে স্পষ্ট আবেগ
আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে সুরক্ষার বলয় গড়ে বলল চাঁদের কানে,
আর কাউকে প্রেমের ভাগ
দিলেই হবে তার রাগ;
বুঝলাম সেদিন প্রকৃত প্রেমের মানে।