স্মরণীয় হোলি
অরুণ কারফা


রঙ বিহীন জীবন যাদের, খেলব
তাদের সঙ্গে হোলি, বোঝাতে তাদেরকে
লাল রঙের অজেয় ক্ষমতা। লিখব  
কবিতা যার ডাকে বসন্ত হাজির না
হলেও, ঘুম থেকে উঠে শ্রমিক ভোমর  
ছড়িয়ে দেবে যে নতুন কলির গন্ধ,
স্বর্গোদ্যান থেকে অপ্সরা না এলেও নেমে
দর্পচূর্ণ শাসকের রথ যাবে থেমে।


হ্যাঁ, কিন্তু তার জন্য ভোর হবার আগে
তৈরী করব এমন জমি, যাতে সব  
ধর্ম, সমান মর্যাদা, সমান গুরুত্ব
সমান প্রতিনিধিত্ব পেয়ে , একসঙ্গে
এগোবে গেয়ে সম্মুখ পানে, চূর্ণ করে
বাধা বিঘ্ন, সাম্য পাবার অমোঘ টানে।