প্রিয়ার মন
অরুণ কারফা


আমার প্রিয়ার মন
যেন গহন বন,
           অনেক ঘোরাঘুরি, ছল চাতুরী দেখিয়ে শিকারী
           পেলেও অভীষ্ট শিকার,
           পরিচয় দিয়ে নিষ্ঠুরতার
পায় না শরণ অন্তরে তার।


অথচ, আম জাম কাঁঠাল লিচু
ফলের জগতে উঁচু নীচু
সবাই যেমন পায় স্থান....
       তেমনই, না দিলেও ফল
        ভরিয়ে দিলে ছায়ায় ভূতল
        অর্জিত করে তারাও মান।


আর সেখানে আমার অবস্থান?
      দিনের বেলায় যৌথ পরিবারে
তক্কে তক্কে থেকে তারে
      হঠাৎ পেলে কাছে ধারে
ওষ্ঠাগত হয় প্রাণ,
        যেমন কোনো গহীন বনে  
          হঠাৎ অলক্ষ্যে নির্জনে
হরিণ হয় উচ্ছ্বসিত
          হরিণী হলে দৃশ্যমান।