ভুলের ফাঁদে
অরুণ কারফা


একথা সেকথার অনেক পরে
                       হৃদয়ের সাথে হৃদয় জুড়ে
বুঝতে পারলাম ভালোই ছিলাম
            যৎদিন যাইনি অন্তপুরে।


হয়ত হয়নি তেমন ভুল
                   নয়ত বেরিয়ে এলাম কী করে
আবার ভাবলাম ভুল নাহলে
চাইত কি মন আসতে ফিরে।


কী আশ্চর্য
                        আবার এখন বহুদিন পরে
                মেঘ ডাকলে কড়কড় করে
                হাওয়া যখন কড়া নাড়ে
       নতুবা হেমন্তে পাতা ঝরে
       বোঝায় শীত আসছে দ্বারে
                          কেন জানি না বসন্ত এলে
                         সেই ভুল করতে ইচ্ছে করে।