মোর তল্লাটে এক মিত্র আসে, ঘোর শত্রু বললে অকপটে হাসে,
মেঘ দেখলে এতই খুশি, লাঙ্গল যেন পেয়েছে চাষি,
বাদল যেন পেয়েছে আভাষ, ঈশান কোনেই তুরুপের তাস,
ওর কথা গুলোও, যায়না ফেলা, তাদের সে আলো ছায়ার খেলা, গতযৌবন যাদের বেলা, তাদেরও বক্ষে, মনের অলক্ষ্যে, বসায় পুরনো প্রেমের মেলা।
আর সবুজ হলে আবার মাঠ ঘাট, চাষি বোনে তার ধান আর পাট, স্বাচ্ছন্দ্য এলেই আসবে সুখ, সম্পর্কের মাঝে কাটবে দুখ, শুনতে তো বেশ লাগছে ভালো, প্রদীপের তলায় ও আছে যে কালো!


এ ঘটনাও সত্য বটে, ভিজতে মিত্র রাজী নয় মোটে,
বাস্তবেতে এমনই ঘটে, বন্যায় ভেসে গেলে জনপথ,
কান্নায় যখন ওঠে হাহাকার, মৃত্যুর মিছিল দেয় ধিক্কার,
কিন্তু বৃষ্টি সৃষ্টি ভুলে, ঘনঘন তুলে হাঁকে হুংকার,
জনপ্রতিনিধিরা ঊড়িয়ে রথ,
দেখে যায় তাদের সে কি কষ্ট, জ্বালানী তে হয় পয়সাও নষ্ট,
তাও কিনা হয় তাদেরি জন্য, যাদের তরে যৎ সামান্য,
করতে পারলে তারা যে ধন্য।