মাদারটাঙ ডে
অরুণ কারফা


উফ! কালকের দিনটা যা হেকটিক কাটল!!
          মর্নিং থেকে ইভিনিং বাংলা ভাষা সেলিব্রেট করলাম হেভি হইচই করে,
সবাই জানল একথা শেষে    
         ফেসবুকের স্ট্যাটাসে এসে।


         একটা ফাংশনে প্রথমে চিফগেষ্ট আমাদের লোকাল সিটিং এম এল এ পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের গলায় মালা দিয়ে সাউন্ড সিস্টেমে অ্যানাউন্স করলেন- স্যার বিদ্যাসাগর বাংলা ভাষার জন্ম দিয়েছিলেন
           শুনে অবশ্য অনেকেই হেঁচকি তুলেছিলেন।


           তারপর কিছু স্ন্যাক্স ডিস্ট্রিবিউশন করলেন উনি
           যার পুরোটার জন্য উনিই দিয়েছিলেন মানি।


দুপুরে নেকেড হাতে এক প্লেট রাইস খেলাম ইলশা ফিস দিয়ে,
          যদিও তাতে এক লা জওয়াব  এক্সপেরিয়েন্স হল গলায় কা়টা ফুটিয়ে।


            আফটার নুনে বাঁকুড়ার দশকর্মার কার্ড দিয়ে ফ্ল্যাশ খেললাম টেরাকোট্টার কাজে সাজানো রাসমঞ্চের ব্যালকনিতে বসে
           পকেট থেকে বেশ কিছু অবশ্য তাতেই গেল খসে।


কিন্তু, উসকা লিয়ে কোই পরোয়া নেহি
           দোস্তিদারী বরকরার রাখার জন্য কুছ না কুছ তো ছাড়তেই হয় শেষে।


হ্যাঁ, স্লাইটলি লেটে হলেও পিৎস্জাটা না এলে মাঝ রাতে
মাদার টাঙের অবজারভেশেনের ফিনিশিংটা এত জমত না ইংলিশ মিডিয়াম স্কুলের বন্ধুদের নিয়ে একসাথে।


          লং লিভ বাংলা ভাষা...
এভাবেই সবাই এঞ্জয় করল করছি আশা।