কূপমণ্ডুক
অরুণ কারফা

কবি সে এমনই গুণী...
উঠোনে উঠলেই রিমঝিম ধ্বনি
প্রাণ ফিরে পায় কলম খানি,
                             অথচ গমগম ঝড়ের আওয়াজ
                             জন্ম দিলেও প্রতিবাদী গাছ,
লেখায় তোলে না প্রতিধ্বনি।

কুল কুল করে বয়ে যাওয়া নদী
                              কলমে জোগায় বাণী নিরবধি,
অথচ সাগরের উত্তাল ঢেউ
ভয় জাগালেও শাসকের মনে
                              মনে পড়ায় না পরবাসে কেউ
হয়ত আছে হাত বাড়ায়ে;
কারণ, আমরা যে থাকি কেবল মশগুল  
তা সে সঠিক  অথবা ভুল
কূপমণ্ডুকের ভাষায়, স্থানীয় চিন্তায়।