সৃষ্টির রহস্য
অরুণ কারফা


আমার অন্তরের নারী
            চাঁদের মতই আনাড়ি,,,,


পূর্ণিমাতে   শশী  দুহাতে
বিলিয়ে দিয়েও ভালবাসা
দেখায় না যেমন দেখাচ্ছে কাউকে উদারতা,
তেমনই সে ভালবেসেও  
বিনিময়ে তার করে না প্রত্যাশা।


                    অভিমান হলেও
হয় না মুখর,
          টেনে নিয়ে বড় জোর
একটা মেঘের ছোট্ট বহর
মুখের উপর ঢাকে বিষন্নতা ।


                       তাতে হয়ত তার  
শুভাকাঙ্ক্ষী হাজার
হলেও ব্যথিত
আমি কিন্তু, বিন্দুমাত্র হই না বিচলিত।


কারণ, একটা ব্যাপার আছে জানা..
একটু পরেই ধৈর্যচ্যূতি ঘটে
উঠলে মনে আমার ঝড়,
কপট রাগে কাঁপলে থরথর
সরে যাবে তার ঘোমটা খানা।


আর তারপর মিষ্টি সুরে
রিম ঝিম করে
                     চোখ থেকে ঝরে পড়লে ঝরঝর বৃষ্টি,
কিছু না হলেও গর্বের সাথে
ভাবতে পারব আমিও তাতে ,
           ,,, না ফেলতে পারলেও আকাশে থেকে একফোঁটা জল,,,
একটা ব্যাপারে হয়েছি সফল,
                    এ বৃষ্টি তো আমারই কৃত
তাই, আমারই কার্যত সৃষ্টি।