দ্বন্দ্ব নয়
অরুণ কারফা


রোদের ঘানি টানতে টানতে
আকাশ ছেড়ে অনেক দূরে
অরুণ গেলে ভিন্ন প্রান্তে ;
              তখন ডানা মেলে ধরে
              চাঁদ যেমন মনে করে            
অক্লান্ত অভ্রান্ত যে সব
ইচ্ছারা আছে হয়ে নীরব
তাদের হবে পূরণ করতে;
                            তেমনই আমার স্বপ্ন গুচ্ছ  
                            ময়ূরের মত মেলে পূচ্ছ  
             কল্পনায় গায় তাদের গান
            সমাজ যাদের দেয়নি মান।  


আর ঠিক তখনই মোরগ,
সত্যপ্রেমীর যা হয় রোগ,
           ঘুম ভাঙ্গিয়ে খোঁচা দিয়ে
           মনে করায় সকাল হলে
স্বপ্নের কোলে পড়ে ঢলে
মানুষ জনের কথা ভাবলে
শুধুই হবে সময় অপচয় ;
             তার চেয়ে সাহিত্যেরও
             বাইরে গিয়ে তাদের হিতেরও
জন্যে লড়লেই হবে জয়
এই নিয়ে কোনো দ্বন্দ্ব নয়।।