শপথ
অরুণ কারফা


আমি কি বলতে পেরেছি সে সব....
যা নিয়ে তুলতে পারলে কলোরব
পৃথিবীটা হত এত সুন্দর যে,,,
             সম্মিলিত গলে তরুছায়াতলে
             প্রেমিক প্রেমিকা ভেদাভেদ ভুলে
             পাখপাখালির মত ডানা ধরে মেলে
করতে পারত জীবনের জয়গান,,,
আর, দূর হত ধর্মভেদ সহজে।


নিশ্চই পারিনি সের'ম পরিবেশ গড়তে
যেখানে এসে উঁচু নীচু বসে
একই পাঠশালায় একসাথে মিশে
মিলিত ভাবে পড়ত বিজ্ঞান
             আর প্রকৃত সম্মান পেত বিদ্বান।


অথবা, নিদেন পক্ষে পৌছতো সেই লক্ষ্যে,,,,,
             যেখানে শ্রমজীবী শোষণের বিপক্ষে
             গড়ে তুলত এত বেশি জনমত,,,,,
             বিনা রক্তপাতে পরিবর্তন ঘটাতে
একযোগে নিত সবাই শপথ।