এক তরফা প্রেম  
অরুণ কারফা


এমন জনকে বাসব ভালো
আড়ালে আবডালে আর একান্তে,
অন্য কাউকে ভালোবেসে
নিমগ্ন যে তার সুবাসে,
গোপন অভিসারের অন্তে ।


তাতে , আমার স্বাধীনসত্বা
থাকবে অটুট আগের মতই
তেমনি আনকোড়া,
অথচ ভাবতেও পারব
সমানে আমি
আমরা দুজন
হংস মিথুন জোড়া।


আমি থাকব আমার মত
বিনিময়ে চাই না ভালোবাসা তার,
আমার কাছে মূল্য বেশি
এক তরফা স্বাধীনতার।


নিন্দুকরা বলবে হয়ত
এ কির'ম আজগুবি চিন্তা,
বিনিময়ে কিছু না পেলে
প্রেম করাই বাতুলতা।