সুশৃঙ্খলে শৃঙ্খল ভেঙে
অরুণ কারফা


স্বপ্ন গুলো হারাচ্ছিল
রাতের হাত ধরে                
                      আস্তে আস্তে ক্ষয়ে,
চুল ছিঁড়ছিলাম আর ভাবছিলাম
কী এমন কাজ করলে তবে
সারা জীবন সঙ্গে রবে
                        তারা আপন হয়ে।


একটা সুরাহা বাৎলে দিল তারাই অস্ফুট স্বরে....
মরতে দিও না ওদের পড়ে পড়ে,,,
             যেমন ভোর হলে সুশৃঙ্খলে
          বুদ্ধিজীবীরা দলে দলে  
মুক্তির কথা যুক্তি সাজিয়ে কেমন বলে,
আর তারপর দেয় বেচে কলম  
জনপ্রিয়তা পেলে ;
           তেমনই তোমার স্বপ্ন দিয়ে
রচনা করে কাব্য প্রিয়ে
মধ্যবিত্তকে লোভ দেখিয়ে
               ভাসাও গতর সুদূর গগন তলে
কল্পনার ডানা মেলে ,
                অন্যর সংসার জ্বেলে।