সাফাইকর্মী ব্যথা
অরুণ কারফা


রাতের বিরহী পেঁচার মত
        দেখতে পেতাম যদি কত......
       সুখ স্বপ্নে বিভোর হয়ে
      পথের ধারে দিব্যি শুয়ে
সকাল হলেই আবার তারা
জেগে উঠে কেমন ধারা
             মানব সেবায় হচ্ছে রত।


এ কথা যদিও নতুন নয়
এমনই বলবে সুখের পায়রা...
বঞ্চিত করে তাদের যারা
সঞ্চিত ধনের অল্প দিয়ে
          কর্তব্য সারছে দায়সারা।


হ্যাঁ, তাদের কথাই ভাবে না সবাই....
জীবন দিয়ে জীবন যুদ্ধে
বাজি ধরে টিকে থাকতে
যারা সরিয়ে আবর্জনা
নিজেরা হয়ে মুক্তমনা
           চালিয়ে যাচ্ছে দীর্ঘ লড়াই।