সংগ্রামী সাথী
অরুণ কারফা
08.04.23


চলে গেলে কেউ
             তবে বোঝা যাবে
তুলত সে ঢেউ চাপা কলরবে,
          এমন জনে দখিনা পবনে
          ভরিয়ে তুললেও শিহরণে,
মনে হয় যেন
             নাই বা এল মনের গভীরে
             নীরবে বিজনে ।


            শুধু তাই বোধহয় দেখা যায় তাকে কোকিলের ডাকে ,  বসন্ত এলে
                স্পন্দন তুলে হৃদয় তলে;


তখন নয়, যখন পলাশের রঙে গ্রীষ্মের মাসে আগুন ঝরে,
            
তখন আসে না নুপূরে কণ্যা তুলতে
দুপুরে সুরের বন্যা
            
এমন জন কি থাকবে সেদিনে
               কঠিন সংগ্রামে    
                                      সঙ্গে জীবনে?