মন ময়ূরী
---অরুণ কারফা


বারংবার তার কথা আর,
                নতুন করে কী বলি;
চারিদিকে থৈ থৈ জলে
ভাসতে থাকা  শতদলে,
           নড়তে না পারা এক
              মায়াজালে আবদ্ধকলি।


আসবার ইচ্ছা হলে কোলে,
শিশুর মতন গোঁ ধরে    ,,,,,,,
                                   দুহাত তুলে, ঠিক তেমনটি না হলেও
      স্বর্গ থেকে বর্ষা এলে
       উৎসাহিত ময়ূরের মত
                পাপড়ি খুলে সেও মেলে।


এবার সেই সঙ্কেত পেয়ে
                উঠলে চাতক হর্ষে গেয়ে
তৃষ্ণার্ত বুক আমার
        উপক্রম হয় ফাটার
         পাঁকের ভয়ে যেতে না পেয়ে।