আঁধার আমার ভালো লাগে
অরুণ কারফা


নাই বা এলো চাঁদ প্রকাশ্যে
তারায় তারায় ভরা আকাশে,


যখন তার, বান জ্যোছনার  
আটকে রাখে অমাবশ্যার ডাক শুনে আসা,
শূন্যে ভাসা
অন্ধকার নানা ছলে ।


কারণ, প্রেমের রস
হয় তরলিত
পরিবেশ বেশি হলে আলোকিত
প্রেমিকেরা তাই বলে।