নিখুঁত সমন্বয়
অরুণ কারফা


সাধারণতঃ,
                  অতীতের সাদা - কালো মুহূর্ত
করলেও আমাদের অভিভূত
রঙিন গুলো কেন জানি না
স্মৃতির পটকে করে না প্রীত।


অথচ,        
                    রঙ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ  তাই
ভবিষ্যতের জন্য সবাই
স্বপ্ন হলেও, রঙেই তা দেখে যেতে চাই।


আবার,
                   আমাদের মাঝে যাদের চিন্তা, কিছুটা হলেও বাস্তব সম্মত
যারা মনে হয় করতে পারে রিপুর দমন অবিরত
তারা বোধহয় উজ্জ্বল করতে বর্তমানকে প্রতি নিয়ত,,,,,
রঙিনের সাথে সাদা কালোর মিশ্রণ ঘটিয়ে
                ঘটাতে পারে অতীত আর ভবিষ্যতের নিখুঁত সমন্বয়,
সম্ভবতঃ।