চড়ুইভাতি
অরুণ কারফা

        যার আগুনে উত্তাপ নেই
আছে অভিমানের জ্বালা
      এমনই জন খুঁজছে এ মন
উদারচিত্ত অতিথিশালা।

              সে স্নিগ্ধ তাপে
আশা করি চাপে
     সিদ্ধ হলে ধাপে ধাপে
তৈরী হবে এমন ব্যাঞ্জন,
     যার সৌরভে তারা নীরবে
    আছে যারা তলে সমাজের ভুলে
একসাথে খাবে জনসাধারণ।