ছবির মত
অরুণ কারফা


দুর্বলতার সূত্র ধরে
অনেকেই আমায় প্রশ্ন করে,
-কারুর ছবি না আঁকতে পারার
কারণ,
.... মনে হলেও এড়িয়ে চলি,
আসলে সত্যি ঘুরিয়ে বলি
এমনই আমার ধরণ,,,
<আঁকার সময় সামনে কারুর উপস্থিতি থাকা বারণ>।


তাই, যেই একবার ভাবলাম তার
ছবি আঁকব মনে আমার
আঁকবার আগে বারবার দেখে
চেষ্টা করলাম ভাল করে
আদলটা তার মনে রাখার,
করতে করতে স্মৃতিচারণ ।


ফলতঃ
আঁকা শেষ হতে, বাঁকা চোখে দেখে,
নিজের বলে, না মেনেও তাকে,
অল্প হেসে বলল শেষে
..... আগে যদি সে জানত তবে
এমন ভাবে গড়ত নিজেকে,
ঐ ছবির সাথে মিলে যেত
মনের মানুষ ভাবছে যাকে,
আর যা তার হয়েছে হরণ।