স্বাধীনতা পরবর্তী পর্ব
অরুণ কারফা
27.03.23


কোণায় কোণায় নৈরাজ্য ছড়িয়ে, কচুরি পানায় খানা-খন্দর ডুবিয়ে,
.... নৈরাশ্যে না চুবিয়ে যেমন...
দলে দলে মেঘ কানায় কানায় টলটলে জলে জগৎ ভরায়
আর
'অনেক পিপাসুর কামাতুর মন'
                    তেমনই যেন ক্লান্ত বসন্তের বিদায় বাণীর আভাস দিতে
কাল বৈশাখী সেদিন রাতে
বাজিয়ে গেল দুন্দুভিতে
স্বাধীনতার গর্জন।


তাতেই যেন দাবদাহে ,
তপ্ত সন্তপ্ত রক্ষণশীলদের কুঞ্চিত চেতন
হয়ে উঠল হঠাৎ দুব্বো ঘাসের মতন
সজীব রতন।


হ্যাঁ,  মনে পড়ে যায় ঠিক এমনই সময় ,,,
                    প্রায় প্রতিটা স্বাধীনতার সংগ্রাম যখন পৌঁছে যায় কাঙ্খিত তুঙ্গে
    -  মসনদ এবার এই মনে হয় পড়বেই  ভেঙ্গে -
         কিছু সুধীজন বলবেও তখন
পারব কি আমরা আপন কব্জির বলিষ্ঠতায়
উঁচু করে ধরে রাখতে সেই
কষ্টার্জিত স্বপ্নের কেতন।