যত দূরেই তুমি থাক কোথাও মাতা
বিপদে একমাত্র তুমিই সেই ত্রাতা
যার কোলে মুখ গুঁজলেই কাটে ভয়
অনায়াসে করি সকল শত্রুকে জয়।
‘মাগো’ তোমার এই নামে আছে যে মায়া
ধূ ধূ মরুতেও তা বিলোয় মিঠে ছায়া
তুমি চলে গেলেই আলোও হয় কালো
তোমার উপস্থিতি দেয় আঁধারে আলো।

তাই একটাই কথা মনে মনে ভাবি
সেই দিন যেদিন হবে অবশ্যম্ভাবী
আমার কোলে তুমি এসে রাখলে মাথা
আমি শুষে নিতে পারি যেন সব ব্যথা।
যত মূল্যবান হোক আর সব কিছু
মা না থাকলে জীবনে বাকী শুধু মিছু।