আবার আসছে বর্ষা নেমে
এক নতুন কলেবরে
ধানগাছগুলো ঝাঁকিয়ে মাথা
নাচছে থরে থরে।

ছুটছে বাতাস ভাসছে মেঘ
গুরু গুরু গুরু রবে
যেখানে গিয়ে জিরোবে তারা
সেখানেই বৃষ্টি হবে।

পাপিয়ার ডাকে দিয়ে সাড়া
কেতকী চমকে ভাবে
সারাটা বছরই বোধ হয় ধরায়
এমন বরষ হবে।

এমন দিনে পুরানো কথা
ভাসলে স্মৃতির পাতায়  
নতুন করে তরতাজা হয়
সবুজ রঙের ছোঁয়ায়।
“বরষার আয়োজন”