বসে আছি একরাশ আশা নিয়ে আমি
কত বছর ধরে
বুঝতে পারিনি প্রবেশ করেছ
কখন তুমি অন্তরে।

মিশে গেছ আমার স্বত্বার সাথে
এমনই তোমার গুণ
আম্র কুঞ্জের পত্রের মাঝে
যেমন ফোটে প্রসূন।

এখন শুধুই সময়ের অপেক্ষা
কখন ধরবে ফল
আমার চরিত্রে প্রতিভাত হবে তুমি
পঙ্কে যেন শতদল।