আর ভাল লাগেনা থাকতে ঘরে
মুখ ঢাকা দিয়ে দায়িত্ব ছেড়ে
কি ভাবে মানুষ লড়ছে এগিয়ে
দেখতে চাই বাইরে বেরিয়ে।

কি ভাবে তারা তলোয়ার উঁচিয়ে
একে অন্যকে সাহস জুগিয়ে
বলছে চল এগিয়ে চল
গুঁড়িয়ে দিয়ে সব শৃঙ্খল।

এমন দিন তো আসেনা সহজে
যখন সবার ঢুকেছে মগজে
সবাই যদি না একসাথে জাগি
ব্যর্থ হবে সব আত্মত্যাগই।

তাই নষ্ট না করে তাকে হেলায়
বেরিয়ে পড়ি চল এই বেলায়
জয় আমাদের আছেই কপালে
সাহস ভরে যুদ্ধে ঝাঁপালে।