সে পথ কি সহজে শেষ হয়
যে পথে দুজনে শপথ নিয়ে চলি
আর দৃপ্ত চিত্তে সাম্যের কথা বলি।

যে পথে থাকে না ফুলের বাহার
থাকলেও থাকে এক্কেবারে শেষে
সব সংঘর্ষ যেখানে থামে এসে।

যে পথে আছে রক্তক্ষরণ
শোষকের বিরুদ্ধে শোষিতের প্রতিবাদ
আর লড়াইয়ের শেষে মুক্তির স্বাদ।

চল আমরা সেই পথ ধরেই চলি
যতই হউক তা কন্টকময়
বলিদান ছাড়া কি মুক্তি কখনো হয়?