দেখতে দেখতে সব পাতা
গেলে ঝরে
প্রকাণ্ড ঐ শিমূল গাছটার
খবর যাবে অন্তঃপুরে।


লাল লাল ছোট পালকের মত
ভরে যাবে সারা গা,
দিগন্ত হতে দিগন্ত জানবে
হেমন্ত রেখেছে পা।


তাই না দেখে পলাশ বকুল
তাদেরও ঝরবে পাতা,
দিকে দিকে তারা ছড়িয়ে দেবে
শীতের আগাম বারতা।


শিশির পড়বে ঘাসের বুকে
থরে থরে ভোর বেলায়,
তারি উপর পা টিপে টিপে
হেমন্ত আসবে হেলায়।