জাত ধর্ম অথবা অর্থবল


জাত ধর্ম অথবা অর্থবল
অরুণ কারফা


সারাদিন না পড়লেও মনে
   রাত বাড়লে তার গমনে উস্কে দিত কালো ভোমর
                                                    জাগিয়ে অস্বস্তি
                                        তার অনুপস্থিতির স্মৃতি,
যে না এলে উদাস ফুলে        লাগত না বাতাস দুলে
              ছড়াতো না ভালবাসার সুবাস
আর, হত না পরের তরে নিজেকে ধ্বংস করে,
নিস্বার্থে প্রেম বিলিয়ে দেবার উদাত্ত উচ্ছ্বাসের প্রকাশ
যা করত দিনটাকে উজ্জ্বল ও ঝলমল।


অথচ, কম তো হত না দেওয়া তাতে জল
এবং প্রচুর পরিমাণে দিলেও সার
বদলাত না ফল।


সারা বছর খুঁজতে খুঁজতে
             বুঝলাম সেই ফাল্গুনেতে
আসবেই সে বসন্ত এলে
                             না দেখে জাত ধর্ম বর্ণ বা অর্থবল।