ফুলের গন্ধের প্রতিশ্রুতি
অরুণ কারফা


বসন্তে ফুলের গন্ধের আশে
এসে যদি সে
দেখে বাতাসে
পোড়া বারুদের গন্ধ ভাসে,
তখনও কি ভ্রমর প্রেমের বাণী ছড়াবে তেমনই ভালবেসে।


নাকি,
প্রচলিত ধারণার বাইরে গিয়ে
হুলের ধার শানিয়ে নিয়ে
তৈরি হবে সে প্রতিহত করতে
যুদ্ধবাজকে,
যাতে উত্তরসূরী না বলতে পারে
নিঃশ্বাস যখন পড়ছিল ঘাড়ে
তখনই কেন ধ্বংস করা হয়নি তারে
ফুলের গন্ধ ফেরাতে আজকে।