আক্ষেপ
অরুণ কারফা


সকাল হলে তখন দেখলে  হবেই মনে
ভোমর বসেছে ফুলের উপর মধুর টানে,,,,
হিংসের চোটে তখন ঠোঁটে
যদিও মনে হয় আমিও বোধহয়
পারলে দিতাম একটা চুমু,
কিন্তু করতে হত মন জয়।


সময় গেলে সূর্য এলে মাঝ গগনে
না চাইলেও হবেই মনে,
ফুলটা তখন বাঁচতে শিখছে দোসর ছেড়ে,
হয়ত কেউ ভাংচি দিয়েছে সুখের ঘরে।


আবার যেই গোধূলি আসে  পশ্চিম আকাশে
বুঝতে পারি সেই এসে জীবন সায়াহ্নে
বুঝতে পারল যাকে পেয়েছিল প্রথম যৌবনে
থাকলে বেঁচে তাকেই বেঁধে পরের দিনে
জড়িয়ে ধরত আলিঙ্গনে।