কী হবে আক্ষেপ করে
অরুণ কারফা


                    অনেক কথাই থাকলেও বলার....


তারপর দেখা হয় না আর
কারণ, দুজনার
        সেদিন ক্ষণিকে পথ দুদিকে
        অনেকটাই গেছে বেঁকে,
তবুও যে সব তত্ত্ব দিয়ে
সাজিয়ে গুছিয়ে যুক্তি বিছিয়ে
বলেছিল ছবি এঁকে,, ,,
         ভাবায় তা থেকে থেকে।


                           তার সাথে কথা হয় না আর...


কারণ তার কোনো চিন্তার
খেই পাই না আমি আর  
কিছুতেই যে খুঁজে,
         আমার গেলেও সূর্য অস্ত
         সে রয়েছে ভীষণ ব্যস্ত
         প্রচুর লোক করায় ভীড়
         সম্পর্কে ধরল যেদিন চিড়
ধরা ছোঁয়া পাওয়া যেত না তার  
অলক্ষ্যে যে সহজে।


                           তার সাথে বসা হয় না আর...


হয়ে গেছে সে আজ জনতার
           অথচ পায়ে পা মিলিয়ে
          চলতে পারলে সঙ্গ দিয়ে
          দায় তুলে নিয়ে পতাকার
          সেবা করার দেশ মাতৃকার
সে যেমন সুযোগ নিয়েছে করে
আমিও পুষ্পাঞ্জলি,
দিতে পারতাম অন্তর ভরে।