নকল তাজমহল
অরুণ কারফা


কিছুতেই যখন    
পাচ্ছিলাম না তার মন;
মিথ্যে চারা না লাগিয়ে
গাছের গোড়ায় জল না দিয়ে
চেষ্টা করলাম পাখির সুরে রচনা করতে গান।


সেও যখন হল পণ্ডশ্রম;
তখন একদিন রাতারাতি
বানিয়ে ফেলে হলেও অতি
ক্ষুদ্র তাজের সংস্করণ,
বললাম নাও প্রিয়জন
রইলো ভালবাসার দান।


উত্তরে খুব বিরক্ত হয়ে
বলল তিক্ততা দেখিয়ে ;
ছোট্ট হলেও কোথায় গেল
জ্বালতে পারত জীবনে আলো
আমার সেই রুগ শুকনো
দুঃখ ঘোচানো সাধের বাগান?