দেশবিক্রি
অরুণ কারফা


          রাত্রি শেষে ভোর এসে
          জানায় যখন মৃদু হেসে,
স্বপ্ন দেখা যাবে না আর,,,
গরিবের নেই সে অধিকার,,,
       খেটে খাওয়া মানুষ জানে
       দিনের আলো যদিও আনে
তাদের জন্যে সমস্যা,    
       বাস্তবে সচেতন থেকে
       তবুও তাকে স্বপন দেখে
           মনের কোণে জাগিয়ে রাখতে হবে আশা
          যাতে তার কিছুতেই আর
          বিপদে না পড়ে সংসার।  


তাই মনের উঠোনে অতি যতনে
স্বপন দিয়ে বিতান বানিয়ে
মা রতনে,
শুইয়ে রাখে তার নিচে,
                     যাতে তার মাধুরীতে স্বপ্ন দেখেও আচম্বিতে
               ঘুম ভাঙলে সে বুঝতে পারে
             কারা দিচ্ছে দেশকে বেচে, জলের দরে.....
হাসতে হাসতে পারদ পক্ষে,,,
শুধুই নিজের ঝুলি ভরে।