লড়াইয়ের জমি তৈরি করা
অরুণ কারফা


খুব ইচ্ছে ছিল
        পোড়া মাটিতে গাছ লাগাবো তাই.....
একটা সাদা কাগজ নিয়ে
তার উপরে ভাবনা বিছিয়ে......
                      প্রথমে আকণ্ঠ তুলি টেনে
             আঁকলাম প্রকৃতির আপন মনে
বীভৎস এক টুকরো ছবি,
পোড়া মাটি আঁকড়ে ধরা, বিবর্ণ পর্ণ ঝরা
গাছটার ডালেও উঠল দুলে
প্রাণবন্ত রক্ত করবী।


যেহেতু তপ্ত মরুভূমির ব্যাপ্তি ছিল প্রসারিত চারপাশে
জল যাতে দাঁড়ায়
শুকনো গোড়ায়
দিলাম ছড়িয়ে বাদামী বালি
সুডোল করে বিন্যাসে ।


আর তাতেই কিনা,
ভোরের দিকে পড়তে শিশির
ঝাঁকে ঝাঁকে
আর, জমতে স্নিগ্ধ শীতল জল
পাপড়ির ফাঁকে
বাস্তবায়িত হল কল্পনা উল্লাসে। ।