সুখ দুঃখ ভাগাভাগি
অরুণ কারফা


একান্তে যখন শান্ত মন
ভাবছিল তোমায় তখন
হঠাৎ যেন উঠলে বলে -
জেগে জেগে গভীর নিদ্রায়
কেবল ভেবে ভেবে আমায়
দেখছ তুমি সুখের স্বপন;
আর তার  টুকরো এক
পাঠিয়ে দেবে সম্ভব হলে।


আবার, এমন হতেও পারে
ভাবল মন খানিক পরে :
হাসছ যখন জোরে জোরে
আমার কথাই স্মরণ করে ,
এক টুকরো হলেও জানি
সেই হাসির বহর খানি
নীল রঙের খামে ভরে
পাঠিয়ে দেবে আমার ঘরে।


আবার , যদি রসিয়ে রসিয়ে
চিবিয়ে খাও বিভোর হয়ে,
অবশ্যই আমার কথা ভেবে,
হলেও বা বডড জোর
ছোট্ট মত এক কামড়  
তাও তবে পাঠিয়ে দেবে।


তবে, যা চায় না মন
ভাবতে হয় তবু এমন-
কেউ যদি জানতে পারে  
নিভৃতে এক নদীর পাড়ে
হয়ত কাঁদছ আপন মনে,
তেমন হলে.... নাও বলে....
অবশ্যই তার একটা কণা
পাঠিয়ে দেবে আমার জন্যে।