মেঘে ঢাকা তারা
অরুণ কারফা


বলো কে পলকে নিতে পারে কেড়ে ঠুনকো হৃদয় করে ছলনা,,,,,
কিছুই না দিয়ে পরিবর্তে তার,
তুমি ছাড়া আর কেউ নেই যার।


বলো কে ঝলকে  আনতে পারে গোমরামুখেও চওড়া হাসি
কিছুই না নিয়ে বদলে তার,
অনন্ত পারাবার অন্তর যার।


বলো কে পুলকে ভরাতে পারে বিষাদগ্রস্ত বিক্ষিপ্ত জীবন
বসন্তের না হলেও উদয়,
বিরহেও  যে দমবার নয়। ।


বলো কে আলো'কেও বদলাতে পারে চকিতে তিমির অন্ধকারে,
মেঘে ঢাকা তারা ভেবেছিলে যারে।