বসন্ত কালের হাওয়া
অরুণ কারফা


রাতের পর রাত জেগে থাকি
একা একা স্বপ্ন দেখি
    কী দেখি কাউকে বলার        
     ভীষণ ইচ্ছে হয়
অথচ বসন্ত কালের হাওয়া মোটেও ভালো নয়।


পদ্ম শালুক তারাও জাগুক
জেগে উঠে চেঁচিয়ে বলুক
      সৌন্দর্যকে কি কখনো    
       অস্বীকার করা যায়
অথচ বসন্ত কালের হাওয়া মোটেও ভালো নয় ।


রজনীগন্ধা ছড়িয়ে সৌরভ
হলেই সন্ধ্যা করুক গৌরব
    তারাও বলুক সরব হয়ে
    সুগন্ধকে কি ইচ্ছা করলেই চেপে রাখা যায়
অথচ, বসন্ত কালের হাওয়া মোটেও ভালো নয় ।


এদের মত আমি কিন্তু
মোটেই হতে চাই না ভীতু
      চিৎকার করে গলা ফাটিয়ে
       বলতে চাই জড়তা কাটিয়ে
শোষণ মুক্ত সমাজ গড়তে
কাঁধে কাঁধ দিয়ে হবেই লড়তে
        হবেই সঙ্গী জোগাড় করতে মনের মতন যাতে হয়
কিন্তু বসন্ত কালের হাওয়া মোটেও ভালো নয় ।