ভ্রমরের ভ্রমন
                     অরুণ কারফা


আমি ওকে বলেছিলাম.....


এত ভালবাসা দিও না যাতে  
ভালো লাগবে না
                           ভালবাসতে।


এত আদর দিও না যাতে
দর দিয়ে তার
                  পারবো না পোষাতে।


এত সম্মান দিও না যাতে
নিজেকে সমান
                       পারবে না ভাবতে।


বরং, একটু জায়গা দিও  
     সজ্ঞানে যতনে মনের কোণে নিভৃতে একান্তে;
                    যেখানে কারুর, না থাকলেও প্রবেশ
      তুমি চাইলেই নিশ্চিন্তে বেশ,
ভ্রমর হয়ে, মধু খেয়ে, কোমর দুলিয়ে বুক ফুলিয়ে পারব স্বস্তিতে ভ্রমন করতে।