ঝরা কলির ইতিকথা  
অরুণ কারফা


ফুল কুড়োতে ভালবাসি,
                       সকাল বেলায় গাছের তলায় ;
                       তা সত্বেও , হাত ফস্কে মাটির 'পর
পড়ে হলে একটাও নিথর,
       আঘাত পেল ভেবে সেকথা
              বুকের বাঁ দিকে পাই ব্যথা।


আর, মনঃকষ্টেও ভুগি - কারণ,
             বুঝতে পারি আমার মতন
আনাড়ির মধ্যে নেই সেই গ্রহণ
যোগ্যতা
              যার জোরে মালা গড়ে সর্বসমক্ষে
                        বক্ষে পড়ে
করতে পারি 'তার' নামোচ্চারণ ;
              আর, এমনটা হলে বদলে গিয়ে পানসে জীবন বৈচিত্র্য নিয়ে নানান ধরণ
হয়ত হলেও হতে পারত
শিহরণ জাগানো রোমহর্ষক রূপকথা।


তাতে অবশ্য
       কোনো কাকের না হলেও কোনো ক্ষতি
       কোকিলের প্রতি না বাড়লেও তাদের প্রীতি
            আবার ঠিক পরের দিনে, নতুন কুঁড়ি চনমনে
             হলেই আসে সূর্য গগনে
পাপড়ি গুলোর আকুতি শুনে
                      আর, ভোরের আলোর মসৃন তেজে শিশির ভেজা ঘাসের খাঁজে
           খসে পড়া  ঝরা কলি
         ডাক দিলেই সব ভুলি
                 ছুট্টে গিয়ে তাদের তুলি,
...........   ভালবাসাই হল শেষকথা।