হাঁড়ির
আর দড়ির গল্প
অরুণ কারফা


কেউ একজন বলেছিল
পারলে হাঁড়ি আর দড়ি কিনে রেখো সময় থাকতে ;
                      বললাম কেন?
একটু মৃদু হেসে বলল:


মনে কর
পড়াশোনা করছ
                         অসফল হলে কাজে লাগবে।


প্রেম করছ,
                         প্রত্যাখ্যাত হলে কাজে লাগবে।


চাকরিতে যোগদান করেছ
                        বরখাস্ত হলে কাজে লাগবে।


সাহিত্যিক হয়েছ
                        অন্যায় ভাবে অপমানিত হলে কাজে লাগবে।


গবেষণা করছ
                        প্রাপ্য কৃতিত্ব থেকে বঞ্চিত হলে কাজে লাগবে।


স্থপতি হয়েছ
                         উদ্ভাবনী শক্তি অস্বীকৃত হলে কাজে লাগবে।


বলেছিল পরে দাম বেড়ে যাবে,
তবু তার কথা শুনিনি,
কারণ কোনোটাই হবে
এমন কখনো ভাবিনি জীবনে।
                       অথচ, সবক'টাই ঘটল একে একে কুক্ষণে।


কিন্তু , কী আশ্চর্য
হাঁড়ি বা দড়ি কোনোটারই দাম বাড়েনি....
কারণ, এমন ঘটনা তাদেরও জীবনে না চাইলেও ঘটছে সমানে,
      তবু, বাধ্য হয়ে আধপেটা খেয়ে
      বানিয়ে চলেছে অভুক্ত রয়ে
সেসব তারা একই দামে,,,,
       অসমান রণে রণাঙ্গনে।