সাবধানী বাণী
অরুণ কারফা


সূর্য ডুবলেই
               চাই বা না চাই,
মন চলে যায় বসন্তে,
                আঁকা হয় যখন
খড়্গের মতন
কোকিলের সুরে নিখিলে অদূরে
                   বাঁকা চাঁদ ঐ দিগন্তে।


            ফুল কুড়িয়ে ভোরের বেলা, তাই দিয়ে বানিয়ে মালা
সম্ভবতঃ সেজন্যে,
            সন্ধ্যে হলেই বিয়ের পিঁড়িতে
       বসতে অধীর, হয় কন্যে।


আর মালা বদল মানেই যে ফল
সব সময় হবে সুখে ভরা
এমন তো নেই নিশ্চয়তা,
       তাই চাঁদ বসন্তে ঢাললেও জ্যোছনা  
উপচে পড়লেও প্রেমের বন্যা
        তড়িঘড়ি প্রণয়ের দিও না বারতা ।