স্বাধীনতার স্বাদ
অরুণ কারফা


ফুল তুলব না....
                         পাপড়ি কুড়িয়ে যত্ন করে রাখব তুলে দুহাত ভরে
আর, যদি দেখি কোনোটাতে  লেখা আছে আমার নাম
               সাংকেতিক ভাষায় হিজিবিজি ভাবে অদৃশ্য অক্ষরে     ,,    ,,,
          মনের কোণে মণি কোঠায় রাখব তারে সেদিন ধরে.... কেউ জানবে কোনোদিন না এমন ভাবে আড়াল করে।


না থাকলেও ঠিকানা তাতে
জ্যোৎস্না মাখা লাজুক পথে হেঁটে যাব আন্দাজেই এত দূরে....              যেখানে ধুলোয় ভরা ক্লান্ত রাস্তা ভুলে গিয়ে সব ব্যস্ততা এঁকে বেঁকে শেষ পর্যন্ত বাধ্য হয়ে গেছে থেমে।


                আমি কিন্তু থামব না তা বলে...
মনকে আমার ছেড়ে দেব বাঁধন খুলে
               যাতে দেশ কাল বর্ণ ধর্ম ইত্যাদি ভুলে
               পাখিদের মত অকৃত্রিম মন নিয়ে সীমানার কৃত্রিম বাধা পেরিয়ে ওদের সঙ্গে দেয় ডানা মেলে।