এও কি মুক্তির স্বাদ
অরুণ কারফা


জীবনটাকে উপভোগ করো
~তোমায় দিলাম মুক্তি~              
       এই বলে যেই চলে গেল সেই
---নীল আকাশে বিরাজিত
শরৎ কালের মেঘের মত - - -
মনের মানুষ হারিয়ে, অঝোর ধারায় কাঁদিয়ে,,,,
      নতুন সংসার তখন আবার
বাঁধতে গেলেই বারংবার
         মনে পড়ে যায় সেই উক্তি,
চোখের জলে ভাসিয়ে।


অনেকটা ঠিক যেমন....
হাড়ে হাড়ে ধরিয়ে কাঁপন
       শীত এলে সমস্ত পাতা    
      ঝরে গেলে,
বুলবুলিটার সখের বাসা
হারিয়ে ফেলেও সব আশা
                        নগ্ন সাজে ডালের মাঝে একলা থাকে দাঁড়িয়ে,
                -  হুলো বেড়ালের
কালো থাবা এড়িয়ে-
                  
তেমনই হয়ত আমার মত
মুক্তির স্বাদ অবারিত
মা পাখিটা ভোগ করে  
কাঁপতে কাঁপতে, তারিয়ে তারিয়ে।